‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। সোমবার সকালে মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সোমবার সকাল ১০টায় পটুয়াখালীর সার্কিট হাউজ সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ সূচনা করা হয়। উদ্বোধনের পর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লোকমান হাকিম।
বক্তারা তাদের বক্তব্যে দেশের মৎস্য সম্পদের উন্নয়ন ও সংরক্ষণে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তারা হারিয়ে যাওয়া দেশি মাছের প্রজাতি পুনরুদ্ধারে মৎস্য অধিদপ্তরকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।
এছাড়া, পটুয়াখালীর বিভিন্ন উপজেলায়ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।