পটুয়াখালীর দুমকির ঐতিহ্যবাহী উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জিএম সাইদুর রহমান (শাহজাদা)। বরিশাল শিক্ষা বোর্ডের এক চিঠিতে এই তথ্য জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বিধিমালার আলোকে এডহক কমিটিকে ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
জিএম সাইদুর রহমান (শাহজাদা) এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার মানোন্নয়নে স্থানীয় এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন।
নতুন সভাপতি বলেন, “একক প্রচেষ্টায় কোনো কিছুই সম্ভব নয়, সেক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম সার্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।”