পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে সাঁতার না জানার কারণে পুকুরে পড়ে আমেনা বেগম (৭) নামে এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আমেনা একই গ্রামের মোমিন হাওলাদারের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, আমেনা তার বাবা-মায়ের সঙ্গে দীর্ঘদিন ঢাকায় বসবাস করছিল। প্রায় দেড় বছর আগে পরিবারটি স্থায়ীভাবে গ্রামের বাড়িতে ফিরে আসে। রবিবার সন্ধ্যায় হাত-মুখ ধোয়ার জন্য পুকুরঘাটে যায় আমেনা। অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায় সে। দীর্ঘক্ষণ ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে টর্চের আলোতে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শওকত ওসমান তাকে মৃত ঘোষণা করেন।
দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত ওসমান বলেন, “সন্ধ্যায় আমেনা বেগম নামে সাত বছরের এক শিশুকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে জানা যায়, তার আগেই মৃত্যু হয়েছে।”
নিহতের খালু ইমাম হোসেন জানান, “শিশুটি সাঁতার জানত না। ঢাকায় বড় হওয়ায় সে কখনো পুকুরে নামেনি। হাত-মুখ ধোয়ার সময় পা পিছলে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।”
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম জানান, “নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্তে অনীহা প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে।”