পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১৩১নং পূর্ব হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজে অনিয়মের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৩ জুলাই, ২০২৫) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, অভিভাবক আব্দুস সালাম, স্থানীয় বাসিন্দা আরিফ বিল্লাহ প্রমুখ। বক্তারা জানান, পুরাতন ঝুঁকিপূর্ণ ভবনের পরিবর্তে নতুন ভবন নির্মাণের জন্য সরকার ২০২৩ সালে উদ্যোগ নেয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর তত্ত্বাবধানে ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান গিয়াস উদ্দিন এন্টারপ্রাইজ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
তবে, বক্তারা অভিযোগ করেন, নির্মাণকাজে শুরু থেকেই নিম্নমানের উপকরণ ব্যবহার এবং সঠিক তদারকির অভাবে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের আপত্তি উপেক্ষা করে ক্ষমতার প্রভাব খাটিয়ে ভবনে দুটি ছাঁদ নির্মাণ করা হয়েছে। বৃষ্টি হলেই ছাঁদ দিয়ে পানি চুইয়ে পড়ে এবং দেয়ালের ইট হাত লাগালেই খসে পড়ে। অভিভাবকরা জানান, এই ভবন শিশুদের জন্য চরম ঝুঁকিপূর্ণ, যার ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার আশঙ্কাজনকভাবে কমে গেছে। তারা ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণ করে নতুনভাবে নির্মাণের দাবি জানিয়েছেন।
গলাচিপা উপজেলা এলজিইডির প্রকৌশলী জাহাঙ্গীর আলম দাবি করেন, ভবনের নির্মাণকাজ সিডিউল অনুযায়ী এগিয়ে চলছে এবং দুর্নীতির অভিযোগ সত্য নয়। তিনি আরও বলেন, প্রয়োজনে নির্মাণ সামগ্রী পরীক্ষা করে দেখা হবে। এদিকে, এলজিইডির নির্বাহী প্রকৌশলী হোসেন আলী মীর জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে সঠিক তদন্ত করা হবে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা স্থানীয় পর্যায়ে সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবের একটি উদাহরণ। অভিভাবক ও স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করা হলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।