বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পটুয়াখালীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ১২০০ কপি কুরআন মাজিদ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে পটুয়াখালী পৌর শহরের ব্যায়ামাগারে আয়োজিত কুরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির নেতা মাকসুদ আহম্মেদ বায়জিদ পান্না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি।
পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে ১২০০ জন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দেওয়া হলেও, পর্যায়ক্রমে ১০ হাজার শিক্ষার্থীকে এই পবিত্র গ্রন্থ উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে।
জেলা যুবদল নেতা সৈয়দ মোস্তাফিজুর রহমান জানান, “পশ্চাৎপদ দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে ধর্মীয় শিক্ষা বিস্তার ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”