টানা চারদিনের প্রবল বর্ষণে দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রায় ৩ হাজার মানুষকে সরিয়ে নিতে হয়েছে নিরাপদ স্থানে। ইতোমধ্যেই মারা গেছেন অন্তত ৪ জন, নিখোঁজ রয়েছেন আরও ২ জন।
ক্ষতির তালিকায় রয়েছে শত শত গবাদি পশু, কৃষিজমি, এবং বসতঘর। সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে অনেক এলাকায়।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী দিনগুলোতেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে, যার ফলে আরও বন্যা এবং ভূমিধসের ঝুঁকি বাড়ছে। প্রশাসন নিম্নাঞ্চল থেকে মানুষ সরিয়ে নেওয়া ও জরুরি সতর্কতা জারি করেছে।