টানা ভারী বর্ষণ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে পটুয়াখালী জেলা শহরের অধিকাংশ এলাকা হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে। সোমবার (৮ জুলাই) বিকেল থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকেই শহরের প্রধান সড়ক ও আশপাশের রাস্তাগুলো জলাবদ্ধতায় ডুবে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
পটুয়াখালী আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় (সোমবার বিকাল ৩টা থেকে মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত) ২৪১.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।
জেলা শহরের নতুন সরকারি মহিলা কলেজ, জুবিলী স্কুল, কালেক্টরেট স্কুল রোড, চরপাড়া, পোস্ট অফিস সড়ক, পুরানবাজার, পৌরসভার সামনের সড়ক, গাংচিল লেন, সবুজবাগ ও তিতাস মোড় এলাকার বাসাবাড়ি, স্কুল-কলেজ, ব্যবসা প্রতিষ্ঠানসহ অনেক সরকারি-বেসরকারি দপ্তর হাঁটু পানিতে তলিয়ে গেছে।জলাবদ্ধতার কারণে শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষিকা রহিমা মিনি। শ্রেণিকক্ষেও হাঁটু পানি উঠে পড়ায় শিক্ষার্থীদের যাতায়াত দুঃসাধ্য হয়ে পড়ে।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, দোকানে পানি ঢুকে মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকেই দোকান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।
পটুয়াখালী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এখলাছুর রহমান জানিয়েছেন, অতিবৃষ্টির কারণে ৩০ শতাংশ আমনের বীজতলা ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়া বাড়ির আঙিনা ও ক্ষেতের বিভিন্ন সবজি ফসল পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরাও।