প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ১২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৯:৪১ এ.এম
যুক্তরাষ্ট্রে চীনের স্বল্পমূল্যের পণ্যের করছাড় বাতিল: আকাশপথে রপ্তানি হঠাৎ কমে গেল
যুক্তরাষ্ট্র সরকার চীন থেকে আগত স্বল্পমূল্যের পণ্যের উপর করছাড় সুবিধা বাতিল করেছে, যার ফলে ট্রান্স-প্যাসিফিক (প্রশান্ত মহাসাগরীয়) এয়ার কার্গো চালানে নাটকীয়ভাবে হ্রাস ঘটেছে।
এই পদক্ষেপটি বৈদেশিক বাণিজ্যে বিদ্যমান কর ফাঁকির পথ বন্ধ করতে এবং অবৈধ পণ্যের প্রবাহ নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।
- স্বল্পমূল্যের পণ্যের ওপর বিদ্যমান ‘de minimis’ ট্যাক্স ছাড় সুবিধা দীর্ঘদিন ধরেই চীনা অনলাইন খুচরা বিক্রেতারা ব্যবহার করে আসছিল
- এই করছাড় বাতিলের ফলে চীন থেকে যুক্তরাষ্ট্রে বিমানযোগে পাঠানো পণ্য পরিবহন হঠাৎ করে তীব্রভাবে কমে গেছে
- এয়ারলাইন সংস্থাগুলো ট্রান্স-প্যাসিফিক ফ্লাইট কমিয়ে আনতে বাধ্য হচ্ছে
এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র চাইছে:
- বৈষম্যহীন করনীতি বাস্তবায়ন
- দেশীয় খুচরা বিক্রেতাদের স্বার্থ রক্ষা
- জাল ও অবৈধ পণ্যের প্রবেশ ঠেকানো
- চীনা ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর কর ফাঁকির সুযোগ বন্ধ করা
বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন,
“করছাড় বাতিলের ফলে শুধু চীনেরই নয়, অন্যান্য এশীয় দেশ থেকেও যুক্তরাষ্ট্রে পণ্য পরিবহনে চ্যালেঞ্জ তৈরি হবে। এতে বৈশ্বিক সাপ্লাই চেইনেও ধাক্কা লাগতে পারে।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত