লন্ডন স্কুল অফ ইকোনোমিক্স এন্ড পলিটিকাল সাইন্স-এর অধ্যাপক Dr Robin Burgess-এর নেতৃত্বে একটি গবেষক দল পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদেরের সাথে ৩০ জুন ২০২৫ সৌজন্য সাক্ষাৎ করে। গবেষণা দলে আরও ছিলেন International Growth Centre (IGC), গবেষণা পরিচালক Tim Dobermann, কান্ট্রি ম্যানেজার Shahid Vaziralli, এবং গবেষক আশফাকুল হক চৌধুরী ও আমিনুল আমান।
সভায় পিকেএসএফ-এর সাথে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ক গবেষণা করার বিষয়ে International Growth Centre-এর প্রতিনিধিবৃন্দ আগ্রহ প্রকাশ করেন