নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার অহংকার ও গরীব মানুষের পাশে দাড়ানোর মানুষ জনতার এমপি খ্যাত জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি একেধারে অনেকবার ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন।তার ভাবিচা ইউনিয়নের সকল মানুষ আজও তাকে ভালোবাসেন।এবার নিজ ইউনিয়ন গন্ডি পেরিয়ে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা,সাপাহার) মানুষের সেবা করে তিনি প্রমান করবেন শুধু নিজ এলাকা নয় তিনি তার নির্বাচনী এলাকার সকল মানুষের মুখে হাসি ফুটাবেন।যদি আপনারা জনতার এমপির পাশে থাকেন।তিনি অতি নম্র ও ভদ্র মানুষ।
তিনি ছুটে চলছেন গ্রাম থেকে গ্রামান্তরে একেবারে প্রত্যন্ত পাড়া মহল্লায় উঠান বৈঠক করে যাচ্ছেন। উঠান বৈঠকের মূল উদ্দেশ্য সকল মানুষের কথা-বার্তা আদান প্রদান তাতে কারও মনে যেন সংশয় না থাকে।উঠান বৈঠকে বলেন,আমি আপনাদের নেতা হতে চায় না,আমি আপনাদের নিকট আত্মীয় হিসেবে সকলের মাঝে মিশে থাকতে চায়।নিয়ামতপুর, পোরশা,সাপাহরের মানুষের একটু সবা করতে চায়।আপনারাপাশে থাকলে দেশ উন্নত হতে সময় লাগবেনা ইনশাআল্লাহ। আমি আপনাদের কথা দিলাম আমি আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় নির্বাচিত হতে পারলে আমার সাথে কথা বলতে কাহকে কিছু না বলে আমার সাথে দেখা করবেন।তিনি আরো বলেন,দেশরত্ন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আপনারা দোয়া করবেন এবং ভবিষ্যৎ দেশ নায়ক জনাব মোঃ তারেক রহমানের যে ৩১ দফা দিয়েছেন আপনারা মানার চেষ্টা করবেন।৩১ দফাতে যা আছে তাতে দেশ উন্নত হওয়া শুধু সময়ের ব্যাপার।জনতার এমপি নামক খ্যাত বলেন দেশ আজ তলাবিহীন ঝুড়ি করে গেছেন ফ্যাসিবাদী হাসিনা সরকার।এ দেশকে এখন উন্নয়নের পথে নিতে হলে একটি পরিকল্পনা গ্রহন করতে হবে এই ধারাবাহিকতায় জনাব তারেক রহমান তার ৩১ দফার মধ্যে প্রকাশ করেছেন।আজ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার কি অপরাধ ছিল যে তিনি উন্নত চিকিৎসা বিদেশের মাটিতে নিতে পারবে না।যেখানে সাধারণ জনগনের সুযোগ সুবিধা দেয়া হয় সেখানে একজন সেক্টর কমান্ডারের পরিবারকে এ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। তবে শেষ কথা আল্লাহ এমন এক বিচারক সময়ে সবার বিচার করেন।
জনতার এমপি জনাব মোঃ মোস্তাফিজুর রহমানের সফরসঙ্গী হিসাবে বেশীরভাগ সময়ে থাকেন জনাব মোঃ সেন্টু-মানিকপাটন,জনাব মোঃ আনোয়ার হোসেন-কালাইডাঙ্গা,জনাব মোঃ নবিজুল ইসলাম-মানিকপাটন,জনাব মোঃ আকতার হোসেন (ভুলু)-শালবাড়ী আরো নেতা-কর্মী বৃন্দ।তারা নিরলশ পরিশ্রম করে যাচ্ছেন এই বর্শিয়ান নেতার জন্য।জনাব মোঃ নবিজুল ইসলাম বলেন আমরা জনতার এমপির জন্য যতখানি পরিশ্রম করে যাচ্ছি আপনারা শুধু একটু দোয়া করবেন ইনশাআল্লাহ জনতার এমপি জয়লাভ করে আপনাদের মুখে হাসি ফুটাবেন।