ভোলায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের ‘রেইজ’ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই প্রশিক্ষণ বাস্তবায়ন করছে।
শনিবার সকালে জিজেইউএস প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (মাইক্রোফাইন্যান্স) হুমায়ুন কবীর, পরিচালক (লিগ্যাল, অ্যাডভোকেসি ও প্রোগ্রাম) অ্যাডভোকেট বীথি ইসলাম, উপ-পরিচালক (মাইক্রোফাইন্যান্স) ও রেইজ প্রকল্প সমন্বয়কারী মো. জাহিদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
এই প্রশিক্ষণে বিউটি ফিকেশন, মোবাইল সার্ভিসিং, ফ্যাশন গার্মেন্টস, স্মল ইঞ্জিনিয়ারিং, থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড ফেব্রিকেশন এবং ইলেকট্রিক্যাল কাজের ওপর ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। প্রশিক্ষণ চলবে ছয় মাসব্যাপী। যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এই প্রশিক্ষণের আয়োজন করেছে।