চলছে নির্বাচনের প্রার্থী বাছাই, দেখা যাবে নতুন মুখ
আগামী নির্বাচনে বিতর্কিতদের প্রার্থী করবে না বিএনপি। দলটি ইতোমধ্যে প্রাথমিক প্রার্থী বাছাই শুরু করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি টিম আসনভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রণয়নের কাজ করছে। কোনো প্রার্থীর কী কারণে বিজয়ের কিংবা পরাজয়ের সম্ভাবনা বেশি তা খোঁজ নেয়া হচ্ছে। আগামী দুই থেকে তিন মাস প্রার্থিতা সম্পর্কে বিস্তারিত তথ্য নেয়া হবে। নির্বাচনে গুরুত্ব পাবে ক্লিন ইমেজধারীরা। বিএনপি সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনে কমপক্ষে ১০০ আসনে দলটির প্রার্থিতায় নতুন মুখ দেখা যেতে পারে। গত বছরের ৫ আগস্ট বিপ্লবোত্তর 'পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি' ও 'জনগণের পালস' বিবেচনা করে চূড়ান্ত তালিকা তৈরি করবে বিএনপি।
চূড়ান্ত রোডম্যাপ এখনো ঘোষিত না হলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ধারণা দেয়া হয়েছে। সে অনুযায়ী প্রতিটি দলই এখন নির্বাচনমুখী তৎপরতায় সম্পৃক্ত হয়েছে।