ভোলায় নকলমুক্ত পরিবেশে শান্তিপূর্ন এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৫৭৪ শিক্ষার্থী। যাদের মধ্যে এসএসসিতে ২২৯ জন,দাখিলে ৩১৭ জন এবং ভোকেশনালে ২৮ জন।
জেলা মাধ্যমিক শিক্ষা অধিক ও তথ্য নিশ্চিত করেছে।
এরআগে সারাদেশের মত ভোলার ৪৯ টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার সকাল ১০ টায় শুরু হয়ে তা চলে টানা ১ টা পর্যন্ত।
এসএসসি, দাখিল ও ভোকেশনালে ২৩ হাজার ৭'শ জন অংশগ্রহন করার কথা থাকলেও তিন বিভাগে মোট অনুপস্থিত ছিলো ৫৭৪ জন।
সকালে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
তিনি বলেন, নকলমুক্ত পরিবেশে পরিক্ষা চলছে। কেন্দ্রের ভেতর ও বাইরে পর্যপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি পরীক্ষা সিন্দরভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদি।
এদিকে গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার পরীক্ষার্থীরা সংখ্যা বেড়েছে ২ হাজার ২৮০ জন। যারমধ্যে এসএসসিতে বেড়েছে ৬৮২ জন, দাখিলে বেড়েছে ১৩৩৬ জন এবং ভোকেশনালে বেড়েছে ২৬৬ জন। ৩ বিভাগেই প্রথমদিন বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।