সাতক্ষীরায় সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতিমের সম্পদ আত্মসাৎকারী হিসেবে অভিযুক্ত বিএনপি নেতা পরিচয়দানকারী এসএম নাসির উদ্দিন লিটনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবেদন প্রকাশ করায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫) দুপুর ১২টায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে বিডিএফ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিডিএফ প্রেসক্লাবের সভাপতি মো. শাহাদাত হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো'র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী।
এসময় আরও বক্তব্য রাখেন দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁ, ডিবিসি টিভির প্রতিনিধি এম বেল্লাহ হোসেন, বাংলা ট্রিবিউন'র সরদার মো. আসাদুজ্জামান, ঢাকা টাইমস'র হোসেন আলী, ঢাকা পোস্ট'র ইব্রাহিম খলিল, গ্রামের কথা'র কামরুল ইসলাম ও মিলন হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিডিএফ প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ হাকিম, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সাইদ, সহ-সভাপতি জিএম আমিনুল হক, এমএ মাজেদ, মেহেদী হাসান শিমুল, ইমরান হোসেন, ইসমাইল হোসেন, আসাদুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান প্রমুখ।
প্রসঙ্গত, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন লিটন তার প্রয়াত বড় ভাই হেলাল উদ্দিনের এতিম কন্যা রূহী এবং বিধবা স্ত্রী শাহেদা আনসারীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি আত্মসাতের চেষ্টা করেন। এই ঘটনায় একের পর এক ১৪টি মিথ্যা মামলায় হয়রানি করে দীর্ঘ সাত বছর ধরে তাদেরকে বাড়িছাড়া করে রেখেছেন বলে অভিযোগ করেন শাহেদা আনসারী।
গত ২৩ মার্চ বিডিএফ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবেদন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলে নাসির উদ্দিন ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের হুমকি দেন।
অভিযোগ রয়েছে, সাংবাদিক জিএম আমিনুলসহ যারা শাহেদা আনসারীর পক্ষ নিয়েছেন, তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। এমনকি সাংবাদিক আমিনুল ইসলামকে ‘১৭০ খণ্ডে টুকরা করে হত্যা’ করার হুমকি দিয়েছেন নাসির উদ্দিন লিটন।
সমাবেশে বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে নাসির উদ্দিন লিটনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।