কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা হাসনাবাদ ইউনিয়নে টিসিবির স্মার্ট কার্ডের নিলেই দিতে হচ্ছে চৌকিদারী ট্যাক্স।
কিন্তু কোন প্রকার ইউনিয়ন শীল অথবা চেয়ারম্যানের সিল ছাড়াই দেওয়া হচ্ছে ট্যাক্স পেপার। এ বিষয়ে জিজ্ঞেস করলে জানতে পারা যায় এগুলা চৌকিদারী ট্যাক্স।
ট্যাক্স এর পেপারে ইউনিয়ন পরিষদের কোন সিল না থাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে ওয়ার্ড মেম্বারের সাথে কথা বললে জানা যায় এগুলা চৌকিদারী ট্যাক্স।
চৌকিদারী ট্যাক্স হিসেবে তারা ১০০ টাকা করে টিসিবি কার্ড প্রতি নিচ্ছে।
এ বিষয়ে সাধারণ জনগণের কাছ থেকে জানা যায় কিছুদিন আগেই তারা ৩০ টাকা করে চৌকিদারী ট্যাক্স দিয়েছিলেন তারপরও কিসের জন্য এই ট্যাক্স নিচ্ছে তারা কিছুই জানে না।
সাধারণ জনগণের মনে প্রশ্ন যদি আমাদের চৌকিদারী ট্যাক্স নিতে হয় তাহলে ইউনিয়ন পরিষদের সিল থাকতে হবে।
তারা আরো জানায় ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার তারাই দুর্নীতি করে টাকাটা হাতিয়ে নিচ্ছে যাতে সরকারে কোন ডকুমেন্ট না থাকে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য।