ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহান উদ্দিন পৌরসভার নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে তিনদিনের হাঁস মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
আজ সোমবার বিকেলে তৃতীয় দিনের প্রশিক্ষণ শেষে ব্রাকের প্রকল্প ম্যানেজার তারেক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান - উজ্জামান।
অনুষ্ঠানে প্রশিক্ষনের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন ব্রাকের প্রকল্প ম্যানেজার তারেক হাসান ও প্রকল্পের ডেপুটি ম্যানেজার ওবায়দুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রের পোল্ট্রি বিষয়ক প্রশিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,
দুটি ব্যাচের প্রশিক্ষনার্থী ৪০ জন নারী সদস্য বৃন্দ।
এ-সময় প্রশিক্ষনার্থীদের মধ্যে প্রশিক্ষণ সনদ, দুই কক্ষ বিশিষ্ট হাঁস এবং মুরগির ঘর, ৫ কেজি খাবার, ১২ টি খাকি ক্যাম্বেল হাঁস, ১২ টি লেয়ার মুরগির বাচ্চা, খাবার ওপানি সরবরাহ পাত্র বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান - উজ্জামান ।