ভোলার চরফ্যাশন উপজেলার চর কলমী ও নজরুল নগর ইউনিয়নে অব্যাহত চুরি-ডাকাতি, মাদক ব্যবসা ও চাদাবাজি বন্ধের দাবী ও মামলা থেকে অব্যাহুতি পেতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ওই এলাকার বিক্ষুব্ধ জনতা। শনিবার সকালে উপজেলার বক্তিরহাট বাজারে প্রায় ১কিঃ মিঃ দৈর্ঘ এ মানববন্ধনে ঘন্টাব্যাপী অংশ নেয় ওই এলাকার কয়েক শত নারী, পুরুষ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলমী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম হাওলাদার, কলমি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মন্নান বেপারী, কলমী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. হারুন-অর-রশীদ ফরাজী, মাঝের চর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ একেএম লোকমান হোসেন, নজরুল নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও কলমী ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক আফসার উদ্দিন। এসময় বক্তারা অভিযোগ করে বলেন, এলাকার চিহ্নত সন্ত্রাসী, ভাড়াটে খুনি ও হত্যা মামলাসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী সাজাহান মিন্টিজের দোষরা বর্তমানে এলাকায় চুরি, ডাকাতি, মাদক ব্যবসাসহ নানা ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে। এলাকার সচেতন মহল এর প্রতিবাদ করতে গেলে, সাজাহান মিন্টিজের মা বাদী হয়ে, সাত জন অসহায় লোককে আসামী করে স্থানীয় দক্ষিণ আইছা থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। আমরা এ মিথ্যা মামলা থেকে অব্যাহুতি চাই। মানববন্ধনে অভিযোগ করে বক্তারা আরো বলেন, ওই এলাকার কুখ্যাত সন্ত্রাসী, সাজাহান মিন্টিজ দীর্ঘদিন যাবৎ উপজেলার চর কলমী ও নজরুল নগর ইউনিয়নে চুরি, ডকাতি, মাদক ব্যবসা, চাঁদাবাজী, লুটতরাজ ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপকর্ম করে রাম রাজত্ব কায়েক করে আসছিলো। গত ২মার্চ ২০২৫ইং মধ্য রাতে সাজাহান মিন্টিজ তার সহযোগীদের নিয়ে অজ্ঞাত এক এলাকায় ডাকাতি করে। এরপর ওই ডাকাতির মালামাল ভাগ বন্টেনের বিষয়নিয়ে দন্ধ হয় তার সহযোগীদের সাথে। পরে বাক বিতন্ডের এক পর্যায়ে তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে সাজাহান মিন্টিজের উপর হামলা চালিয়ে তার চোখ তুলে নেয় এবং তাকে নজরুল নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জনৈক বারেকের বাড়ির পুকুর পারে ফেলে রাখে।পরে পুলিশ ও স্থানীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এর রেশ ধরে শাজাহান মিন্টিজের মা বাদী হয়ে ওই এলাকার ৭জন নিরিহ লোকের বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় একটি মামলা দায়ের করে।এ মামলায় পুলিশ শাহরুল পাটোয়ারী নামে একজনকে গ্রেপ্তার করে।