ভোলার লালমোহন উপজেলার বদর পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রাঢ়ী বাড়িতে গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
গতকাল বিকেলে রাঢ়ী বাড়ির আইয়ুব আলীর স্ত্রী শাহনাজ বেগম রমযানের ইফতারি তৈরি ও রান্না কাজের জন্য লাকড়ির চুলায় রান্না করছিল।
হঠাৎ তার প্রতিবেশী ইউসুফ রাঢ়ী শাহনাজের রান্না করা খাবারের উপর অর্তকিত হামলা চালিয়ে ইফতারি সহ রান্না করা খাবার তছনছ করে ফেলে দেয়।
জানাযায়, জমি জমার বিরোধের জেরে আইয়ুব আলীর সাথে ইউসুফ রাঢ়ীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
আইয়ুব আলী কে ইউসুফ রাঢ়ী এর আগেও কয়েক দফা মারধর করে জমি জমা দখলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় বলে জানাযায়।
আইয়ুব আলীর বৃদ্ধা মা জুলেখা বেগম জানান, আমার ছোট ছেলে আইয়ুব আলী কে ইউসুফ রাঢ়ী ও তার ছেলেরা অনেক অত্যাচার করে। দেখেন আমার জন্য রান্না করা খাবার এবং ইফতারি গুলো কিভাবে তছনছ করে ফেলে দিয়েছে। আমি গতকাল ইফতার করেছি শুধু পানি দিয়ে। ভাত- তরকারির পাতিল সহ সব ভেঙে ফেলেছে ইউসুফ রাঢ়ী।
আইয়ুব আলীর স্ত্রী শাহনাজ বেগম বলেন, আমি বিকালে ইফতার ও ভাত-তরকারি রান্না করতেছিলাম। হঠাৎ ইউসুফ রাঢ়ী এসে বলে তোর চুলার (ধুমা) দোয়ার কারনে আমার দেয়াল কালো হয়ে যাচ্ছে। তুই এখানে রান্না করতে পারবি না। জবাবে শাহনাজ বেগম বলেন আমার রান্না করার জায়গায় রান্না করতেছি। এ কথার উত্তরেই ইউনুস রাঢ়ী রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আমার ইফতারি সহ রান্না করা ভাত-তরকারির পাতিল সব কিছু ভেঙে ফেলে।
একপর্যায়ে আমি বাঁধা দিতে চাইলে আমাকে বটি দিয়ে জবাই দিতে চায়।আমার গলার স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে হামলাকারী ইউসুফ রাঢ়ীর কাছে জানতে চাইলে, তিনি বলেন, আমার দেয়ালের পাশে লাকড়ি দিয়ে রান্না কাজে আমি বাঁধা দিলে আমার সাথে জগড়া বাধে। একপর্যায়ে আমি ওদের রান্না করা খাবার ভেঙে তছনছ করে দেই।