আন্তর্জাতিক মাতৃভাষা ও কুয়েতের ৬৪তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সেলাই ৬০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
আজ সকালে ভোলা আনাস বিন মালেক (রা.) ইসলামিক কমপ্লেক্স মাঠে সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট বাংলাদেশ এর বাস্তবায়নে সেলাই মেশিন বিতরন করা হয়।
বিতরন অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার সংস্থা ভোলা জেলা শাখার সভাপতি মিয়া মোহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীন জন উন্নয়ন সংস্থা চেয়ারম্যান জাকির হোসেন মহিন, ভোলা জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক এম.মাসুদুর রহমান, ভোলা সদর মডেল থানার ওসি তদন্ত শংকর তালুকদার, নাজিউর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ এম ফারুকুর রহমান, আনাস বিন মালেক (রা.) ইসলামিক কমপ্লেক্স এর পরিচালক আবদুল কুদ্দুস, প্রকল্প সমন্বয়কারী মোঃ জামালউদ্দিন সহ আরো অনেকে।