ভোলা ওয়েস্টার্ন পাড়ার দুইজন যুবকের রমজানে অনন্য উদ্যেগে ১৫টি অসহায় পরিবার পেলে ১৫ দিনের বাজার। এ যুবক দুজন হলো মোয়াজ্জেম হোসেন নাগর মিয়ার ছেলে মো:আশ্রাফুজ্জামান (মিস্তু) ও আদর্শ একাডেমি সড়ক আনোয়ারুল হক মিয়ার ছেলে ইনজামামুল। আর ফুড রিভিউ অফ ভোলা গ্রুপের সহযোগিতায়, পরিবারগুলো রোজার এ উপহার পেয়ে খুবই খুশি।
এ মহতি কাজে আরো যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ভোলা কাচ্চি ডাইন এর টি এম জুনায়েদ আহমেদ জুয়েল , ইব্রাহিম পোল্টি ফার্ম, কেক ব্যবসায়ী -ইরা কেক হাউজ, এলমা কারিম, ইসরাত জাহান মিম সহ আরও কয়েকজন ক্লাউড কিচেন সেলার।
পবিত্র রমজানের সহযোগিতার মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য, চাল ১০ কেজি, আলু ৫ কেজি. পেয়াজ ৩ কেজি, চিনি ২ কেজি, মুরগি ১ পিছ, তেল দেড় কেজি, চিরা ১ কেজি, ছোলা দেড় কেজি, ট্যাঙ্ক ১টি, খেজুর আধা কেজি, রসুন আধা কেজি ও আদা ২৫০ গ্রাম।
করোনাকালিন সময়ে ভোলার এই দুই যুবক মানুষ এর পাশে দাড়ানো থেকে শুরু করে ঈদ উপহার সহ আরো বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসেন।
মিস্তু ও ইনজাম জানান, তারা অসহায়দের পাশে আছে এবং থাকবে। তারা আহবান জানান পাশে থাকা মানুষ গুলো কী খাচ্ছে খোজ নিন,নিজে ২০ টাকা না খেয়ে পাশে অসহায় মানুষ কে ১০টাকা খাওয়ানোর চেস্টা করুন। তাহলেই দেখবেন সমাজ টা সুন্দর হয়ে যাবে।"