মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একই পরিবারের ৩জন মা,বাবা ও ছেলে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সদ্য উপজেলার সর্ববৃহৎ ওয়াজ মহফিল আলালপুর হাফিজিয়া মাদ্রাসায় গত রোববার রাতে সিলেট নগরীতে প্রখ্যাত আলেম ফুলতলী পীরের বড় ছেলে ইমাদ উদ্দীন চৌধুরীর কাছে ইসলামধর্ম গ্রহণ করেন তারা।
কুলাউড়া পৌর শহরের সাদেকপুর গ্রামের বাসিন্দা চন্দন চন্দ্র দাস ও তার স্ত্রী সুমিতা পাল এবং তাদের একমাত্র ছেলে অমর চন্দ্র দাস ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর চন্দন চন্দ্র দাসের নাম মো: আব্দুল্লাহ, সুমিতা পালের নাম আমেনা বেগম এবং অমর চন্দ্র দাসের নাম অমর মিয়া রাখা হয়। গত বছরের ১৯শে ডিসেম্বর এবং চলতি বছরের ৫ই জানুয়ারি তারা পৃথকভাবে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে এফিডেবিট করে হিন্দু ধর্ম ত্যাগ করেন।
কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ওয়াজ মাহফিলের আয়োজক মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ ৩ ব্যক্তির ইসলাম ধর্ম গ্রহনের বিষয়টি নিশ্চিত করেছেন।