স্বাস্থ্যই সকল সুখের মূল-এই বার্তাকে আরো সহজ করার লক্ষে দক্ষিণ আইচা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার শুভ উদ্বোধন।
দক্ষিণ আইচা বাস স্ট্যান্ড সংলগ্ন চৌধুরী প্লাজা এর দ্বিতীয় তলায় দক্ষিণ আইচা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়।
নুর ইসলাম হাওলাদার এর সঞ্চালনায়-শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-আব্দুল বারেক বিশ্বাস,এডভোকেট রেজাউল করিম খন্দকার, সাইফুল ইসলাম ফারুক মাষ্টার, ইঞ্জিনিয়ার এজিএম কাউছার আহমেদ,সবুজ খান,ইমাম হোসেন গাজী,জালাল উদ্দিন হাওলাদার,এসআই রাসেল মিয়া,ফিরোজ বিশ্বাস,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
পরিচালক বৃন্দগণ বলেন দক্ষিণ আইচা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ২৪ ঘণ্টা রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়া হবে। দক্ষ ও অভিজ্ঞ টেকনোলোজিস্ট দ্বারা ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালিত হবে। এ ছাড়াও সর্বাধুনিক মেশিন, ল্যাব ও যন্ত্রপাতির সুবিধা থাকবে এখানে।
রোগীদের উন্নত চিকিৎসার জন্য উন্নত মানের অত্যাধুনিক মেশিন ও দক্ষ টেকনিশিয়ানের দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করা হবে। মানুষের রোগ নির্ণয় করে অভিজ্ঞ চিকিৎসার ব্যবস্থা করে রোগীদের সেবা প্রদান করা হবে এই প্রতিষ্ঠানের প্রধান ও মুখ্য উদ্দেশ্য সামাজিক সেবা মূলক কাজ।
এসময় বক্তাগণ মানুষের সেবায় এমন প্রতিষ্ঠানের যাত্রাকে স্বাগত জানিয়েছেন, এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলের অসহায় মানুষকে স্বল্পমূল্যে সুন্দরভাবে চিকিৎসা প্রদানের আহ্বান ও জানান তারা।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন,দক্ষিণ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইকবাল হাওলাদার।