নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার করমজাই মৌজায় ২৫৫ দাগের পুকুর টি সরকারি সম্পত্তি। সম্পতি (পুকুর) প্রায় ১৬ বছর যাবৎ চিটিং করে ভুয়া একটি কাগজ বের করে ভোগ দখল করেন জনাব মোঃ মমতাজ, পিতাঃ মৃত আমির মন্ডল,গ্রামঃ চান্দইল,পোঃ রামকুড়া,নিয়ামতপুর, নওগাঁ। পরে খোঁজ নিয়ে দেখা যায় কাগজটির কোন সত্যতা নেই।
বর্তমান সরকার চায় সকল কাজের যেন সত্যতা থাকে।বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের অবৈধ কিছু নেতা নামের কলংক জোর দবস্থি করে মানুষকে ভয়-ভীতি প্রদর্শন করে সব নিজ হাতের মুঠোয় নিয়েছিল।
এখন চান্দইল গ্রামের জনাব মোঃ হেদায়েত সরকার বলেন,আমরা চাই সব কিছুর সত্যতা থাক।যেহেতু সম্পতি(পুকুর) টি ভূমি মন্ত্রনালয়ের সার্ভারে কোন তথ্য নেই এ কারনে এই সম্পতিটি আমার মসজিদের উন্নয়ন কল্পের দিকে তাকিয়ে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এ্যাকজিকিউটিভ ম্যজিষ্ট্রেড মহোদয়ের নিকট আকুল আবেদন করছি।
আমি মোঃ হেদায়েত সরদার, সভাপতি,চান্দইল জামে মসজিদ উদ্ধর্ধন কর্মকর্তার নজরদারী সহ ইসলাম ধর্মের সাথে একাত্বতা ঘোষনা করার অনুরোধ জানাচ্ছি।