ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরকালী ৩নং ওয়ার্ডের বিভিন্ন অসহায় লোকদের থেকে চাঁদা দাবী, মারধর ও হুমকী-ধামকির অভিযোগে তুলে লালমিয়া মুন্সি নামে এক সন্ত্রাসীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ওই এলাকার বিক্ষুদ্ধ জনগন। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী ওই এলাকার সেকান্দর আলীর ছেলে (ভোলার সাবেক পনি সম্পদ উপ-মন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান মিয়ার জমির চাষা) মোঃ ছাদেক অভিযোগ করে বলেন, গত ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর ওই এলাকার আছমত আলী সর্দারের ছেলে (পূর্বের আওয়ামীলীগ) স্ব-ঘোষিত সদ্য বিএনপিতে যোগদানকারী লালামিয়া মুন্সি বেপরোয়া হয়ে উঠেছে। আমার কাছ থেকে সে অন্যায় ভাবে ৫লক্ষ টাকা চাঁদা দাবী করে। এ চাঁদাকৃত টাকাকে কেন্দ্র করে লাল মিয়া মুন্সির সাথে আমার বাক-বিতন্ড হলে। এক পর্যায়ে স্থানীয় সের-ই-বাংলা বাজারে লালমিয়া মুন্সি তার পালিত সন্ত্রাসী বাহিনীদের সাথে নিয়ে আমার উপর হামলা চালায়। বর্তমানে সে ও তার ছেলেরা আমাকে হুমকী ধামকি দিয়ে বেড়াচ্ছে, যদি আমি তাকে চাঁদার টাকা না দেই তবে সে আমাকে বাড়ি হতে বের হতে দিবে না এবং তার বাড়ির সামনে দিয়ে যাবার সময় আমার উপর ফের হামলা চালাবে। অন্য দিকে সংবাদ সম্মেলনে ওই এলাকার শাহে আলমের রিক্সা চালাক ছেলে সুমন অভিযোগ করে বলেন, সাম্প্রতিকালে লালমিয়া মুন্সি তাকেও মারধর করে আহত করেছে। অন্যদিকে গত ১৬ অক্টোবর সন্ত্রাসী ও চাঁদাবাজ লালমিয়া মুন্সি ওই এলাকার সুলতান আহাম্মদের ছেলে আবদুর রশিদের কাছ থেকে ৭লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার উদ্দেশ্যে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। হাসপাতালে চিকিৎসাধিন আবদুর রশিদ এ প্রতিবেদককে জানান, গত ১৬ অক্টোবর বিকেল সন্ত্রাসী লালমিয়া মুন্সি স্থানীয় ব্যাংকের হাট বাজারে একটি টিনের দোকানের সামনে তার দাবীকৃত চাঁদার টাকাকে কেন্দ্র করে বাক বিতন্ডের এক পর্যায়ে আমাকে টিন কাটার কাতানি দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার পিঠে কোপ দেয়। পরে স্থানীয়রা আমাকে আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সংবাদ সম্মেলনে অন্যান্য বক্তারা আরো অভিযোগ করে বলেন, লালমিয়া মুন্সি বর্তমানে এলাকার মানুষের সাথে হিংশ্র জানোয়ারের মতো ব্যাবহার করছে। সে এলাকার মনুষকে মানুষই মনে করছে না। সে এক সময় করতো আওয়ামীলীগ। বর্তমানে সে বিএনপিতে যোগ দিয়েছে বলে এলাকায় নিজেকে জাহির করতেছে। বর্তমানে লালমিয়া মুন্সি বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকায় রাম রাজত্ব কায়েক করছে। তাই তদন্ত সাপেক্ষে সন্ত্রাসী, চাঁদাবাজ লালমিয়া মুন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা বিএনপি নেতা ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ ভূক্তভোগীরা।