নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর (ডাঙ্গাপাড়া) থেকে শুরু হয়ে বটতলী হাট পর্যন্ত যে রাস্তার কাজ চলমান ছিলো কিন্তু হটাৎ করে বন্ধ হওয়ার কারন খুজে পাচ্ছে না এলকার জনগন।
রাস্তার কাজ বন্ধ থাকার কারনে মানুষ খুব সমস্যায় পড়ে গেছে।রাস্তাটি খুবই ব্যস্ত রাস্তা।এ রাস্তা দিয়ে অনবরত গাড়ী চলাচল করে এ রাস্তার গন্তব্য স্থান নিয়ামতপুর উপজেলা। আর এ এলাকার মানুষের যে কোন প্রয়োজনের ঠিকানা নিয়ামতপুর উপজেলা।
এলাকার জনগনের মধ্যে একজন মোঃ মাহাবুর রহমান বলেন,রাস্তাটিতে অনেক গাড়ী চলাচলের জন্য ধূলাবালির কারনে রাস্তা অনেক সময় দেখা যায় না।রাস্তার পার্শ্বে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় আছে।যেখানে ছোট ছোট ছেলে মেয়ে এ রাস্তা দিয়েই আসা যাওয়া করে।ধূলাবালির মধ্যে আসা যাওয়ার কারনে অনেক ছেলে মেয়ে শ্বাস কষ্ট সহ নানাবিধ অসুখের সম্মুখীন হচ্ছে।
রাস্তটি অনেকদিন কাজ বন্ধ থাকার কারনে ইটের খোয়াগুলো উঠে গিয়ে জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে এমন কি প্রতিনিয়ত অনেক চালক দূর্ঘটনায় স্বীকার হচ্ছে।
জনগনের চলাচলের সুবিধা করার জন্য বাংলাদেশ সরকার অনেক টাকা ব্যয় করে রাস্তা নির্মান করছে।কিন্তু সেখানে যদি রাস্তা জনগনের বিপদের কারন হয় তাহলে সরকারের এত এত টাকা খরচ করে লাভ নাই বলে মনে করছেন এলাকার জনগন।
কিছু অসাধু মানুষের কারনে গোটা সোনার বাংলাদেশের সোনার জনগনকে কষ্ট দেয়া এটা অমানবিক।
এখন এলাকার চাওয়া যে সমস্যার কারনে কাজ বন্ধ আছে তা সরেজমিনে পরিদর্শন করে উক্ত সমস্যা সমাধানের জন্য রস্তার কাজে জড়িত সকল কর্মকর্তার সুদৃষ্টি কামনা করি।