পটুয়াখালী শহরের প্রধান চৌরাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবৈধভাবে স্থাপিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন শহরের সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি যানবাহন চালকদের জন্য মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় নাগরিক ও চালকদের অভিযোগ, এসব পোস্টার-ব্যানার রাস্তার দৃশ্যমানতা কমিয়ে দিয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলেছে।
শহরের প্রধান প্রবেশপথ চৌরাস্তা মোড়টি ঢাকা-কুয়াকাটা মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে। কিন্তু পোস্টার ও ব্যানারের কারণে চালকরা সঠিকভাবে রাস্তা ও ট্রাফিক সিগন্যাল দেখতে পাচ্ছেন না বলে জানিয়েছেন।
রিমন পরিবহনের বাস চালক ইব্রাহিম বলেন, "সমস্যা হলো, চৌরাস্তার এক পাশ থেকে অন্য পাশ চিনা যায় না। পৌরসভার উচিত পোস্টারগুলো দ্রুত সরিয়ে ফেলা।"
রিকশাচালক আবুল কালাম জানান, "ব্যানার আর পোস্টার রাস্তার দুই পাশ ঢেকে ফেলেছে। অনেক সময় রাস্তা পরিষ্কার দেখা যায় না, হঠাৎ সামনে কোনো গাড়ি এসে গেলে বিপদের মুখে পড়তে হয়।"
প্রাইভেট গাড়ি চালক মিরাজ শেখ একই ধরনের অভিযোগ করে বলেন, "ব্যানারের কারণে রাস্তার অন্য পাশ দেখা যায় না, অনেক সময় দ্রুত ব্রেক করার পরও দুর্ঘটনা এড়ানো কঠিন হয়ে যায়।"
বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানা প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, "বিষয়টি আমার নজরে এসেছে। চৌরাস্তায় বিভিন্ন পোস্টার-ব্যানারের কারণে ড্রাইভারদের অসুবিধা হচ্ছে বলে মনে হয়। যেহেতু বিষয়টি অবগত হলাম, কোনো বিলম্ব না করে খুব দ্রুত পৌর বিধিমালা অনুযায়ী পটুয়াখালী পৌরসভার সৌন্দর্য বৃদ্ধির জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।"
নাগরিকরা এই সমস্যার দ্রুত সমাধান চাইছেন। তাদের আশা, পোস্টার-ব্যানার অপসারণের মাধ্যমে যানজট কমবে এবং দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস পাবে। পৌরসভা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে শহরবাসী।