১৬ সেপ্টেম্বর (সোমবার): আজ গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৬ হিজরি উপলক্ষে একটি আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমপ্লেক্সের হল রুমে সকাল ১০টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাসিম রেজা, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিনিধি ডাঃ মোঃ মাহাবুবু রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, এবং থানা প্রতিনিধি এস আই ইসমাইল।
রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা শাখার আমীর ডাঃ মোঃ জাকির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন ও বিশিষ্ট সাংবাদিকবৃন্দ।
ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা ইমাম পরিষদের মাওঃ মোঃ হেলাল উদ্দিন, তহসিল অফিস জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ হাসান, ইসলামবাগ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ দলিল উদ্দিন, এবং উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব।
অনুষ্ঠানে বক্তারা হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও শিক্ষার উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁরা মহানবীর (সাঃ) আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
মিলাদুন্নবী অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, সুধী সমাজের ধর্মপ্রাণ মুসলমান ও গণমাধ্যম কর্মীবৃন্দও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে গলাচিপা উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করেছে।