বন্যার্তদের সাহায্যের জন্য ৪৬ নওগাঁ ১,আসনের সাবেক সংসদ সদস্য ডা: মো: ছালেক চৌধুরী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ত্রান তহবিলে টাকা জমা দিলেন।
বিএনপি নিয়ামতপুর উপজেলার বৃহত্তর দল।নিয়ামতপুরের মাটি ও মানুষের দল বিএনপি।বিএনপি দলকে সমর্থন করার কারনে অনেক নেতা কর্মীকে বাড়িতে ঘুমানোর ভাগ্যও জোটে নি।কিছু ফ্যাসিবাদী হাসিনা সমর্থিত আওয়ামী সন্ত্রাস বাহীনি এই নেতাকর্মীদের অনেক অন্যায় অত্যাচার করেছেন।
তাদের একজন মোঃ ওয়ালিদ হাসান বলেন,আমি কলেজের ছাত্র মাত্র।আমাকেও তারা ছাড়েনি।আমি অনেক দিন জেল হাজতে ছিলাম।আমার প্রান প্রিয় নেতা ডাঃ মোঃ ছালেক চৌধুরী আমাকে মুক্ত করেছেন।কারন তিনি জানেন আমি কোন খুনি আাসামী নয় বা আমার দ্বারা অন্যায় কোন কাজ হয়না তাও আমার নেতা জানেন।
তার হৃদয় ভালবাসা দিয়েই তৈরী তাই বর্না দূর্গত মানুষের কথা মনে মনে উপলব্ধি করে বিএনপি সহ অঙ্গ সংগঠনের সহায়তায় এবং তার নিজস্ব তহবিল হতে বর্নাতদের কল্যানে ত্রান পাঠিয়েছেন। তিনি ভাবেন যারা আজ নিঃস্ব হয়েছেন ভারতের পানির কারনে,তারা তো আমাদের রক্তের সম্পর্কের কেউ না হলে ও তারা বাংলাদেশের জনগন।যারা দেশের জনগনকে ভালবাসে না তারা দেশের ও ভালো চায় না।
মোঃ ওয়ালিদ হাসান আরো বলেন আমার নেতাকে আপনারা সবাই দোয়া করবেন,তিনি যেন বাংলাদেশের জনগন তথা নিয়ামতপুর, পোরশা,সাপাহারের মানুষের সাথে থাকতে পারেন এবং তার নর্বাচিত এলাকার জনগনের একটু হলেও যেন উন্নয়ন করতে পারেন