ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের সদস্য নোমান, সাহাবুদ্দিন ও রাব্বিকে পিটিয়ে আহত করেছে স্থানীয় সন্ত্রাসী চক্রের সদস্য আনিছ মাল ও তার লোকেরা। ভোলা সদর হাসপাতালে চিকিৎসারত ছাত্র নোমান অভিযোগ করে বলেন। বিগত দিনে সরকারি ভাবে সদর উপজেলার ব্যাংকের হাট বাজারটি ইজারা নেন এক ব্যক্তি। গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর ব্যাংকের হাট বাজার থেকে সে ইজারাদার ব্যক্তিকে আর খাজনা উঠাতে দিচ্ছে না একটি সন্ত্রাসী চক্র। পরে সে ব্যক্তি ভোলার প্রশাসনের কাছে তার বাজার ডাক নেয়ার বৈধ কাগজ পত্র দাখিল করলে ভোলার প্রশাসন তাকে তার মেয়াদ পর্যন্ত বাজার থেকে খাজনা উঠানোর অনুমোতি প্রদান করেণ। কিন্তু কোন ভাবেই এ বিষয়টি সহজ ভাবে মেনে নিতে পারেনি স্থানীয় একটি চাঁদাবাজ সন্ত্রাসী চক্র।
গত ১৪ আগষ্ট সে ইজারাদার স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সহযোগীতা নিয়ে খাজনা উঠানোর প্রস্তুতি নিলে স্থানীয় সন্ত্রাসী চক্রের সদস্য মৃত আবদুল অদুদের ছেলে আনিছ মাল ও নুরনবী, লুতু ও ইব্রাহীমসহ একটি সঙ্গবদ্ধ দল ছাত্র নোমান, সাহবুদ্দিন ও রাব্বিকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগীরা।