পটুয়াখালী: জেলার মডেল মসজিদের সামনে এবং জেলা প্রশাসক কার্যালয়ের পাশের গুরুত্বপূর্ণ স্থানে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের ছবিসহ ব্যানার টাঙিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন এক বিএনপি নেতা। গত শুক্রবার, ৮ আগস্ট, অন্তবর্তীকালীন সরকার শপথ গ্রহণের পরদিনই ব্যানারটি টাঙানো হয়।
ব্যানারে প্রধান উপদেষ্টার নামের ভুল বানান এবং তার ছবি ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করা হয়েছে। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বর্তমান সদস্য এবং সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাকসুদুর রহমান নিজ উদ্যোগে এই ব্যানারটি তৈরি করে টাঙিয়েছেন। তিনি ব্যানারে নিজের ছবিও যুক্ত করেছেন এবং আইনজীবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক হিসেবে নিজের পরিচয় দিয়েছেন।
অ্যাডভোকেট মাকসুদুর রহমান বলেন, "অন্তবর্তীকালীন সরকার শপথ গ্রহণের পর পরই আমি ব্যানারটি টাঙাই। প্রধান উপদেষ্টার ছবি ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়ে আমি জানতাম না।"
বিষয়টি নিয়ে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাহউদ্দিন জানান, "মাকসুদুর রহমান বর্তমানে ফোরামের কোন পদে নেই, তিনি শুধু সদস্য হিসেবে রয়েছেন। প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার এবং নামের বানানে ভুল থাকার কারণে আমি তাকে দ্রুত ব্যানারটি নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছি।"
এই ঘটনা জেলা জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। নিষেধাজ্ঞা অমান্য করে প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার এবং ভুল বানানে নাম উল্লেখ করায় বিএনপি নেতার প্রতি কঠোর সমালোচনা হচ্ছে।