ভোলার আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া। আওয়ামী লীগের অফিসে আগুন,পৌরসভার আগুন ও ডিসি অফিস ভাঙ্গচুর ।পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল,সাউন্ড গ্রেনেন্ট নিক্ষেপ। এ সময় অন্তত ১০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (৪ আগস্ট) সকালে আমেনা সুপার মার্কেটের সামনে আন্দোলন কারী শিক্ষার্থী আবস্থান নেন।
এসময় জেলা আওয়ামী লীগের অফিস থেকে আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলন কারী শিক্ষার্থী উপর হামলা করেন।
পরে শিক্ষার্থীরা দাওয়া দিলে আওয়ামী নেতাকর্মীরা পালিয়ে যাই। পরে আন্দোলনকারী জেলা আওয়ামী লীগরে অফিস আগুন লাগিয়ে দেয় ,ডিসি অফিস ভাঙ্গচুর ও সামনে থাকা গাড়িতে আগুন লাগিয়ে দেয়।ভোলা পৌরসভা আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
ভোলা সড়কগুলো সহ ডিসি অফিস, আদালত ভবন, পৌরসভা,সহ সকল অফিস ও রাস্তা গুলো আন্দোলনকারী শিক্ষার্থীরা দখল করে অবস্থান নেন।
পরে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেন্ড নিক্ষেপ করেন।ভোলা থমথমে অবস্থা।