সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে, চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল আর নেই। এই মিথ্যা খবরের জেরে বিপাকে পড়েছেন জনপ্রিয় এই অভিনেতা। তিনি নিজেই জানিয়েছেন, "আমি মারা গেছি কি না, সবাই ফোন দিয়ে জানতে চাইছেন।"
এই গুজবের সূত্রপাত হয় সংগীতশিল্পী শাফিন আহমেদের মৃত্যুর খবর প্রকাশের পর। অনেকেই ভুল করে রুবেলের মৃত্যুর খবর ছড়িয়ে দেন। ফলে দিনরাত ফোন আসতে থাকে। বিভিন্ন দেশ থেকেও তাকে ফোন করা হয়।
রুবেল জানান, "এই ধরনের গুজব ছড়ানো কখনোই কাঙ্ক্ষিত নয়। এটা নিয়ে পরিবারের সবাই চিন্তিত থাকেন।" তিনি আরও বলেন, "আমি ভালো আছি, সুস্থ আছি। বাসাতেই রয়েছি।"
মার্শাল আর্টে দক্ষ রুবেল ১৯৮৬ সালে চলচ্চিত্রে পা রাখেন। 'লড়াকু', 'মায়ের জন্য যুদ্ধ', 'বিচ্ছু বাহিনী'সহ আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।