নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজন আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
গতকাল বুধবার (২৪ জুলাই) কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার নয় নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এই তারিখ নির্ধারণ করেন।
মামলার বিবরণ:
অন্যান্য আসামিরা: ১. কামাল উদ্দিন সিদ্দিকী, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ২. খন্দকার শহীদুল ইসলাম, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব ৩. সি এম ইউছুফ হোসাইন, সাবেক সিনিয়র সহকারী সচিব ৪. মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক ৫. গিয়াস উদ্দিন আল মামুন, ব্যবসায়ী ৬. সেলিম ভূঁইয়া, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান ৭. কাশেম শরীফ, নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট
উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মৃত্যুবরণ করায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এই মামলার পরবর্তী ধাপে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার প্রক্রিয়া এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।