মুন্সীগঞ্জের ইতি আক্তার ও চীনের চান চিয়াসিংয়ের মধ্যকার অদ্ভুত প্রেম কাহিনীটি প্রমাণ করে যে ভালোবাসা কোনো দেশ, ভাষা বা সংস্কৃতির সীমারেখা মানে না। পদ্মা নদীর তীর হয়েছে এই দু'দেশের সন্তানদের প্রেমের উৎস।
২০১৭ সালে পদ্মা রেলওয়ে সংযোগ প্রকল্পের কাজের সুবাদে তাদের আলাপ আরম্ভ। ক্রমশ অনলাইন ও ফোনে কথা বলার মধ্য দিয়ে প্রেমের সূত্রপাত। চীনা চান ইসলাম ধর্ম গ্রহণ করে ইতিকে বিয়ে করেন ২০১৮ সালের ৯ মে।
সংস্কৃতিগত ও ধর্মীয় পার্থক্য সত্ত্বেও দম্পতির পরিবার দুজনকে আন্তরিক আপ্যায়ন জানিয়েছে। বর্তমানে দম্পতি খুবই সুখী সংসারিক জীবন কাটাচ্ছেন। সময় পেলেই তারা ছুটে যান তাদের স্বপ্নের বাড়িতে।
চান ও ইতি উভয়েই আশাবাদী যে একদিন বাংলাদেশেই স্থায়ীভাবে বসবাস করবেন। চান জানিয়েছেন, এক সময় তিনি তার বাঙালি বধূকে নিয়ে বাংলাদেশেই থিতু হতে চান।
এই প্রেমকাহিনীটি দেখায় যে ভালোবাসার রহস্যময় শক্তির কাছে সব বাধা তুচ্ছ। প্রেম মানে না কোনো জাতি, ধর্ম বা সংস্কৃতির আলাদা সীমারেখা। এটি মানবিক বন্ধন গড়ে তোলে।