সিরাজগনঞ্জের তাড়াশে গত কয়েক বছর জাবত চলছে হাঁস পালন সহ হ্যাচারীর ব্যবসা। বেশ কয়েক বছর জাবত এই ব্যবসা চলা কালীন সময়ে ব্যবসায় জরিত মানুষদের জীবন মান আগের চেয়ে উন্নত এখন।
সিরাজগঞ্জের তাড়াশ অধ্যাশিত চলনবিলে চলত খোলা জায়গায় হাঁস পালন পদ্ধতি । বর্তমানে সেই হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রি করে অধিক লাভবান হচ্ছে এসকল খামারী।
বর্তমান সময়ে তাড়াশের মহেষরৌহালী গ্রাম এখন হাঁস এবং হ্যাচারী ব্যবসার প্রধান স্থান হিসেবে তাড়াশে নাম অর্জন করেছে। রয়েছে অনেক মহাজন যাদের কাছে যোগাযোগ করলে বাংলাদেশের সকল জেলায় মুহূর্তে পাওয়া যাচ্ছে এ সকল হাঁস এবং মুরগি বাচ্চাগুলো। অনলাইনের যুগে এসে আরো দ্বিগুণ গতিতে এই ব্যবসা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে ।
এসকল হ্যাচারী থেকে প্রতিনিয়ত দেশের বিভিন্ন জেলায় হাঁসের বাচ্চ অনলাইনে বিক্রি করছেন ব্যাবসায়ীরা। এই গ্রাম থেকে প্রতিদিন গড়ে প্রায় লক্ষাধিক হাঁসের বাচ্চা বাংলাদেশের বিভিন্ন স্থান বিক্রি করা হয়। এছাড়াও তাড়াশের মান্নান নগর বাজারে হাঁসের বাচ্চা সহ মুরগির বাচ্চা ইনপুট করে বিক্রি করছেন অনেক ব্যবসায়ী। এছাড়া রয়েছে হাঁসের আরত যেখানে প্রতিনিয়ত প্রায় লক্ষাধিক হাঁসের বাচ্চা বিক্রয় করছেন।
সিরাজগঞ্জের তাড়াশে হাসের ব্যবসাকে কেন্দ্র করে বাড়ছে কর্মসংস্থান এবং বাড়তি আয়ের সুযোগ। এ ব্যবসাকে কেন্দ্র করে অনেক মানুষই স্বাবলম্বী হচ্ছেন।