রোববার থেকে সোনার নতুন দাম কার্যকর । দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। আজ রোববার (১২ মে) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার সর্বোচ্চ মানের ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৮৩২ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ২৮২ টাকা।
গত কয়েকদিনে চার দফায় ভরিতে সোনার দাম বাড়ানো হয়েছে মোট ৮ হাজার ১১৯ টাকা। শনিবার বাজুসের ওই কমিটি বৈঠক করে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে বাজুস জানায়।
নতুন দামে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ১১ হাজার ৯৫১ টাকা, ১৮ ক্যারেটের ৯৫ হাজার ৯৬০ টাকা ও সনাতন সোনার দাম ৭৯ হাজার ৩৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে ক্রেতাদের ভ্যাট ও মজুরি বাবদ অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে। ফলে আসছে রোববার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের ১ লাখ ২৬ হাজার ৬৪৫ টাকা খরচ করতে হবে।