ঢাকা থেকে বরগুনা-সুবিদখালীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হানিফ এন্টারপ্রাইজ (১৪-৪৪৩৪) বাসটি আজ মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সূর্যনগর নামক স্থানে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার সংঘটিত হয়েছে। এতে অন্তত ৪ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় লোকজনের সাহায্যে আহতদের পাচ্চর রয়েল হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থলে শিবচর থানা পুলিশও উপস্থিত ছিল। দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।