কূটনৈতিক টানাপোড়েনে মালদ্বীপ বয়কটের ডাক দেন ভারতীয়রা। ফলে মালদ্বীপে বেড়াতে যাওয়া ভারতীয় পর্যটকের সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। পর্যটক সংকটের কারণে অর্থনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে মালদ্বীপের। ফলে ভারতীয়দের কাছে মালদ্বীপ ঘুরতে যাওয়ার অনুরোধ জানালেন মালদ্বীপের পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়সাল।
পর্যটনমন্ত্রী ফয়সাল বলেন, ‘আমাদের একটা ইতিহাস আছে। আমাদের নবনির্বাচিত সরকারও ভারতের সঙ্গে একসঙ্গে কাজ করতে চায়। আমরা সবসময় শান্তি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করি। আমাদের জনগণ এবং সরকার ভারতীয়দের আগমনকে উষ্ণ অভ্যর্থনা জানাবে। পর্যটন মন্ত্রী হিসেবে আমি ভারতীয়দের মালদ্বীপের পর্যটনের অংশ হতে অনুরোধ করছি। কারণ, আমাদের অর্থনীতি পর্যটনের ওপর নির্ভরশীল।’
যেকোন দেশের জন্যই এক সেক্টরের উপর নির্ভরতা থেকে বেরিয়ে আসা উচিত। নয়ত যেকোন সময়ে সংকট মাথাচাড়া দিয়ে উঠবে।